প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিহাতী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি:রঞ্জন,সম্পাদক:মিল্টন

শুভসাহা,বিশেষপ্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক(২০২৪-২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত সভাপতি এবং দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোল্লা মুশফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।এসময় নির্বাচনের ফল ঘোষণা দেন টাংগাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ।এ কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি সহ-সভাপতি.১.পদে কামরুল হাসান মিয়া,দৈনিক যায়যায় দিন প্রতিনিধি সহ-সভাপতি.২. রাইসুল ইসলাম লিটন, আজকের দর্পন পত্রিকার প্রতিনিধি যুগ্ম সম্পাদক.১.পদে আব্দুল লতিফ তালুকদার,দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি যুগ্ম সম্পাদক.২.আব্দুস সাত্তার, সহ-সাধারণ সম্পাদক, আনন্দ টিভি প্রতিনিধি কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান চৌধুরী মৃদুল, মানব জমিন পত্রিকার প্রতিনিধি শাহীন আলম দপ্তর ও পাঠাগার সম্পাদক, আলোকিত প্রতিদিন নুর- নবী রবিন ক্রীড়া সম্পাদক, খোলা কাগজ শামীম আল মামুন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আবুল কালাম আজাদ ভোরের কাগজ, মনিরুজ্জামান মতিন আলোকিত প্রতিদিন,মীর আনোয়ার হোসের দৈনিক সমকাল, হুমায়ূন কবির যুগধারা, গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস অপরাধ কন্ঠ।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, টাংগাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন