প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে চকচকি হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয়তল ভবন ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে চকচকি হাফেজিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ফেব্রæয়ারি) বাদ যোহর উপজেলার হাতুড় ইউনিয়নের চকচকি গ্রামে এ মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অত্র মাদ্রাসার জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. নাহিদ আক্তার রুবেল, সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ক্যাশিয়ার মো. সাইখুল ইসলাম, আলহাজ্ব কফিল উদ্দিন মন্ডল, আলহাজ্ব রইচ উদ্দিন মন্ডল, আলহাজ্ব রফিজ উদ্দিন মন্ডল, মো. রেজাউল ইসলাম, মাদ্রাসার শিক্ষকমন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন চকচকি হাফেজিয়া মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা নূরুন নবী (নূরী)। মাদ্রাসার ভবন নির্মাণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন দানশীল ব্যক্তিদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন । নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন