প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট থানা পুলিশ এর অভিযানে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পরিচালনা করে ১০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জনকে আটক করেন আর এক এস্থান থেকে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম এর অত্যন্ত ভালো লালমনিরহাট সদর থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট তিস্তা গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে আসামী ১. মোঃ ইব্রাহীম আলী @ হৃদয়(২৫), পিতা-মোঃ আঃ সোবহান, মাতা-গোলাপজান বেগম ,স্থায়ী: (সাং-পূর্ব চলবলা) , উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা –লালমনিরহাটকে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে।একই এলাকায় অপর অভিযানে এসআই আমিনুল ইসলাম ১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. মোঃ জুয়েল রানা (২৮), পিতা-মোঃ নছর উদ্দিন , মাতা-মৃত: কুলসুম ,স্থায়ী: গ্রাম- ছোট খাটামারী, উপজেলা/থানা- ভূরুঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম, ২. মোঃ সানি আহম্মেদ @ওয়ামিন(২০), পিতা-মোঃ তোফায়েল হোসেন, মাতা-মৃত: সেলিনা বেগম, ,স্থায়ী: গ্রাম- ছোট খাটামারী, উপজেলা/থানা- ভূরুঙ্গামারী, জেলা –কুড়িগ্রাম, দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলাদা আলাদা মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন