প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কিশোর নিহত

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃশামিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০.০০টায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক মো,শামিম (১৬) কে গুরুত্বর অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মোঃশামীম,চট্রগ্রাম জেলার ভুঁজপুর থানার বড় বেতুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শামিম পাতাছড়ায় তার মামার বাড়িতে বেড়াতে আসে,তার মামার ব্যবহৃত মোটরসাইকেল বাড়িতে থাকায় মামার অজান্তে চাবি নিয়ে সে ঘুরতে বের হলে,রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন