প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

দিরাই প্রতিনিধিঃ যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন ‘দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় দিরাই পৌরসদরে পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের ১২তম ব্যাচের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ৩টায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি খালেদ রেজা খান ১২তম ব্যাচের উত্তীর্ণ ৪০ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে খালেদ রেজা খান দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, দৈনিক শুভপ্রতিদিন পত্রিকার প্রতিনিধি দিপংকর বনিক দিপু, প্রশিক্ষক রতন সুত্রধর, জলি রানী দাস, শিপা বেগম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন