মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ ২৩ শে ফেব্রুয়ারি ২০২৪ সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর বনানীর বাসায় ১১ টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান বিএনপির যুগ্ন মহাসচিব এডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রবীণ নেতা শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির সিনিয়র নেতারা দীর্ঘ সময় কারাগারে বন্ধী থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিএনপির সকল রাজবন্দী নেতার মুক্তি ও দেশনেত্রী বেগম খালেদাজিয়া মুক্তি এবং সুস্থতা কামনা নেতাকর্মীদের।