
আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জি কে পি ক্লাব কর্তৃক আয়োজিত টাঙ্গাইল মির্জাপুরের উয়ার্শী পাইকপাড়া এম ইয়াসিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার ২৩/০২/২০২৪ ইং সকাল ১১ ঘটিকার সময় ক্রিকেট ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয় । এই খেলায় দুটি দল পাইকপাড়া ডমিনেটরস বনাম কুলখিয়াপাড়া রাইডার্স অংশগ্রহণ করে । খেলাটি বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়া প্রেমিক যুব সমাজের আইকন ক্যাপ্টেন মোঃ আমিনুল ইসলাম জুয়েলের প্রধান পৃষ্ঠপোষকতায় সার্বিক অর্থায়নে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য প্রতিবছর দুই গ্রামের মধ্যেই এরকম একটি সুন্দর আয়োজন করে থাকেন বলে জানান । খেলাটি উদ্বোধন করেন জনাব মোঃ মোরশেদ আলম চৌধুরী ,বিশিষ্ট সমাজসেবক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল হক খান মিল্টন, মোহাম্মদ আজিজ মিয়া ,মোহাম্মদ কনক। জনাব মোঃ সাঈদ আল মামুন ,সম্পাদক বাংলা ট্যালেন্ট টিভি। জনাব মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখা। কুলখিয়াপাড়া পাড়া থেকে উপস্থিত ছিলেন মোঃ আওলাদ হোসেন, মোহাম্মদ নাহিদ হোসেন রতন, জাকির সহ দুটি দলের আহবায়ক, খেলোয়াড় বৃন্দ ,বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংবাদিক ক্রীড়া মোদী বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ ।খেলাটির অ্যাম্পিয়ারের দায়িত্বে ছিলেন মোঃ রাসেল ও ইমরান খান সুবীর । খেলাটি ধারাভাষ্য ছিলেন মোহাম্মদ তারিক খান তুর্য । খেলা শেষে বিজয়ী দল পাইকপাড়া ডমিনেটরসের র্মাঝে বিজয়ী পুরস্কার বিতরণ করা হয় ।