প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

চাইনিজ কুড়াল ও রক্ত মাখা রাম দা উদ্ধার সহ রাজু হত্যার দুই আসামী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধিঃ চাইনিজ কুড়াল ও রক্ত মাখা রাম দা উদ্ধার সহ রাজু হত্যার দুই আসামীকে  গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। গত ২০/০২/২০২৪ তারিখ ০৫.৪০ ঘটিকার সময় মামলার ভিকটিম রাজু মোটর সাইকেল যোগে কোতোয়ালী থানাধীন সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্ণানের সামনে পৌছিলে আসামীগন পূর্ব পরিকল্পতিভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিম মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়াল মডেল থানা অভিযোগ দায়র করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।  মামলা রুজু হওয়ার পরপরই ডিবিকে ছায়া তদন্তের নির্দেশ দিলে অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে গত ২২/০২/২০২৪ তারিখ নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন মঙ্গলসিধ এলাকা হতে আসামী  সদস্য ১। মোঃ ইব্রাহিম (২০), পিতা-মৃতঃ নুরুল্লাহ, মাতা-দিলরুবা, সাং-সানকিপাড়া বাজার এবং কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকাত আসামী  ২। আল আমিন (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-মোর্শেদা খাতুন, সাং-সানকিপাড়া আনারের মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে।  আসামীদ্বয়কে অদ্য ২৩/০২/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আসামীদ্বয় হত্যাকান্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন