প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ১৫ জনের নামে মামলা

Open photo
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী জিয়ারুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের ও একটি বাড়ির সিলগালা করা হয়েছে। বুধবার রাতে নিহত জিয়ারুল হকের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে তানোর থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানসহ মামলার অন্য আসামিরা পালিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি ওয়ার্ড সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী বিলশহর গ্রামের তারা বানু সুমি (৩২), ফরহাদ আলী (৩৪) ও একই গ্রামের সোহান আলী (৩০)। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অন্যদিকে এমন জঘন্য হত্যাকাণ্ডের পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তানোর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ১৫ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন