প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নীলফামারী জেলার শ্রেষ্ঠ এস, আই জলঢাকা থানার এ, বি, সিদ্দিক

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারী জেলার শ্রেষ্ঠ এস, আই হিসাবে সম্মাননা স্মারক পেলেন জলঢাকা থানার সাব- ইন্সপেক্টর জনাব আবু বক্কর ছিদ্দিক । ২২ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক পুরুষ্কার প্রদান করেন, নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পি,পি এম, নীলফামারী। গত জানুয়ারি ২০২৪ ইং মাসিক সামগ্রিক কর্ম মুল্যায়নে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ( প্রশাসনও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের সকল উর্ধতন কর্মকর্তা গন। জলঢাকা থানার সাব- ইন্সপেক্টর জনাব আবু বক্কর ছিদ্দিক সম্মাননা স্মারক এর জন্য জেলা পুলিশ সুপার জনাব গোলাম সবুর পি পি,এম মহোদয় ও জলঢাকা থানার ওসি মোক্তারুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাব ইন্সপেক্টর জনাব আবু বক্কর ছিদ্দিক জলঢাকা থানায় যোগদানের পর থেকে মাদক, জুয়া চুরি, সহ সকল ধরনের অপরাধ দমনে নিরলশ পরিশ্রমি অফিসার হিসাবে কাজ করে যাচ্ছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন