প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল সহ ০২ জন আসামী গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের অন্তরগত কাকিনাহাট চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর আসামী ১। মো: একরামুল হক (২৩), পিতা- মো: আকমল হোসেন, সাং- ইদুলপুর, ২। মো: মিল্লাত মিয়া (২১), পিতা- মো: বুলু মিয়া, সাং- জোলাপাড়া, উভয় থানা- মিঠাপুকুর ,জেলা- রংপুরদ্বয়ের নিকট হতে একটি রেজিঃ বিহীন মোটর সাইকেলসহ ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং একজন পালিয়ে যায়, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করেন এবং বিধি মোতাবেক আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে প্রেরন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন