প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ন মহাসচিব এডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে বাবু গয়েশ্বর চন্দ্র রায়

 মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: অদ্য ২২শে ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।‌ আজ সকালে তাঁর বনানীর বাসায় দেখতে যান তিনি। এ সময় তিনি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এছাড়া আলালকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন