প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

তানোরে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যু দাবী চেক বিতরন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত বাংলাদেশের এক মাত্র পূর্নাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড(জীবন বীমা কোম্পানি) ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত,সোনালী লাইফ ইন্সুইরেন্স এর গ্রাহক মোছাঃবেবি মৃত্যু বরন করায়,তার ছেলে রনি কে একটি মৃত্যু দাবীর ৫’৩০৭৫০ টাকার চেক প্রদান করেন।আজ ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার,রাজশাহী জেলার তানোর উপজেলাধীন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোনালী লাইফ ইনস্যুরেন্স এর গ্রাহক মৃত মোছাঃ বেবী বেগম এর মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোনালী লাইফ ইনস্যুরেন্স এর ইউনিট ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন ৬ নং কামার গাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ মিয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনস্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: লুৎফর হায়দার ময়না।সোনালী লাইফ ইনস্যুরেন্স এর ইউনিট ম্যানেজার মো:মাসুক মিয়া,বাধাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:আতাউর রহমান, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাম কমল সাহা,

শ্রী সুচীপদ মন্ডল নারায়ন,দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান,৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম মন্ডল,ইউপি সদস্য জামেলা, সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদ আক্তার রিগান, আওয়ামী লীগ নেতা মাহবুর হোসেন, সানোয়ার হোসেন, মামুন, রঞ্জন প্রমুখ।উল্লেখ্য সোনালী লাইফ ইনস্যুরেন্স এর গ্রাহক বেবী বেগমের পলিসিটির মাত্র ৫ কিস্তি পরিশোধ হওয়ার পর গত ২৭ জানুয়ারী অনাকাঙ্খিতভাবে তিনি মৃত্যুবরন করেন।সোনালী লাইফের অন্যতম অঙ্গীকার সাত দিনের মধ্য মৃত্য বীমাদাবী পরিশোধ করা।অঙ্গীকার অনুযায়ী,দাবী পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র একদিনের মধ্যেই গ্রাহকের নমিনী-কে দাবী পরিশোধ করা হয়েছে।সোনালী লাইফ ইন্স্যুরেন্স কথায় নয়,কাজে বিশ্বাস করে।সোনালী জীবন,সুখের জীবন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন