প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠান

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মো. জালাল আহমেদ, ম্যানেজার অপারেশন মো. আকবর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, মির্জা মনিরুজ্জামান কাকন, লুৎফর রহমান সৈকত, শেখ হেদায়েতুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলায় সব সময় মনোবল শক্ত রাখতে হবে। খেলায় হার জিত থাকবেই এটা মাথায় রেখে খেলায় অংশ নিতে হবে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল বনাম পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল অংশ গ্রহন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন