প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাষা শহীদদের প্রতি কাব্য ছন্দ’র শ্রদ্ধাঞ্জলি

ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্ট – মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সংগঠনের মুখপত্র সাহিত্য সাময়িকী পত্রিকা ” কাব্য ছন্দ “।

কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি ও কাব্য ছন্দ সাহিত্য সাময়িকীর সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, সহ সাংগঠনিক সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, অর্থ সম্পাদক জোমাদ্দার শিপন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সবুজ রায়, সদস্য ওয়ারদে রহমান, সদস্য মিঠুন, উজ্জ্বল সহ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন