প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর  সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত ও বাবা আহত

মোঃ রেজাউল করিম বিশেষ প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান মিয়া নামক এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। গুরতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা স্কুল শিক্ষক হাবিবুর রহমান। তাদের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র। আজকে তার গণিত বিষয়ে পরীক্ষা ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষক হাবিবুর রহমান তার ছেলে নিহত রায়হান মিয়াকে মোটরসাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতেন। ঘটনার দিন সকালে পাম্প থেকে মোটরসাইকেলে তৈল নিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকা অতিক্রম করছিলেন তিনি। সেসময় একটি সিএনজি তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রায়হান।

আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মোহাম্মদ ফজলুল করিম বলেন, ছেলেটির এই অপমৃত্যুতে ভীষণভাবে মর্মাহত হয়েছি। ও খুবই ভদ্র একটি ছেলে ছিল। এস.এস.সি (দাখিল) পরিক্ষায় অংশ নেওয়ায় আগে সে হাফেজী সম্পন্ন করেছিলো।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন