প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশ উপজেলা প্রেস ক্লাবের নতুন অফিস উদ্ভোদন করলেন এমপি আজিজ

বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বারোয়ারী বটতলা মোড়ের দক্ষিণ পাশে এ অফিস উদ্বোধন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বানী সুর্য’র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র, সগুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী, নওগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সরকার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল, কালব এর সাবেক সভাপতি প্রভাষক জালাল উদ্দীন, যুবলীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো শফিকুল ইসলাম, পৌর ছাত্র লীগের সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সোহাগ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন