প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উদ্যোগে প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ২২/০২/২০২৪ ইং তারিখে সকাল ১২ টার সময় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী শাখার উদ্যোগে প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি এহসান হাবিব তারা। প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক ওয়ার্কশপের মূল আলোচক ছিলেন উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটিভিষ্ট এম.এ.হাবিব জুয়েল। প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ে প্রধান সঞ্চালক পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম বলেন – প্রেস রিলিজ সম্পর্কে প্রতিটি পুলিশ সদস্যের অগ্রগামী ধারণা থাকা দরকার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হেডকোয়ার্টারের নির্দেশনায় রাজশাহী পিবিআই এর প্রতিটি পুলিশ সদস্যের জন্য আজকের এই ওয়ার্কশপের আয়োজন। উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকারী রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি এহসান হাবিব তারা প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্বাগত বক্তব্য শুরু করেন। এরপর প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক ওয়ার্কশপের মূল আলোচক হিসেবে এম.এ.হাবিব জুয়েল বলেন প্রেস রিলিজ লিখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা বর্তমান প্রেক্ষাপটে অফিস,আদালত থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘প্রেস রিলিজ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিধায় প্রেস রিলিজ সম্পর্কে প্রত্যেকটি পুলিশ সদস্যের সার্বিক জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী পিবিআইয়ের বিভিন্ন পদের অফিসার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন