দিরাই সংবাদদাতা ,জন চন্দ্র সরকার: মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে,যে মানুষের মুখের ভাষার জন্য জীবন দিয়েছে, সেই জাতি হল বাঙালি। বিশ্বের সামনে আমরা উচু গলায় এই কথাটি বলতে পারি আমরা বাঙালি আমরা ভাষার জন্য জীবন দিতে পারি। এর চেয়ে বড় আর কিছুই নেই । দিরাই উপজেলা জগদল ইউনিয়নের রাজনগর গ্ৰামের কৃতিত্ব সন্তান মোঃ রফিক মিয়া যুক্তরাজ্যের লিডস্ শহরে ক্রস ফ্লাট্স এফসি ফুটবল ক্লাবের ডাইরেক্টর।এর পক্ষ থেকে -১৯৫২ সালের আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা