প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দৈনিক কলম যোদ্ধা পত্রিকার পক্ষ থেকে শুভ কামনা রইলো

আসসালামু আলাইকুম
আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতবেক

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জনাব

Rakib Al Mahamud

সাহেব কে অতিরিক্ত নির্বাহী পরিচালক, প্রধান কার্যালয়ের সিনিয়র আইটি ইনচার্জ জনাব

এস ইউ ফারুক

সাহেব কে পরিচালক (প্রশাসন) এবং প্রধান কার্যালয়ের অফিস সহকারী

MD Mojibor Madbor

সাহেবকে প্রধান কার্যালয়ের সমন্বয়কারী পদে পদোন্নতী প্রদান করা হয়েছে।

এই তিন ব্যক্তি সততা, নিষ্ঠা এবং সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ তাদের দায়িত্ব পালন করে এসেছেন।
আগামীতেও যেন এই তিন ব্যক্তি সততা, নিষ্ঠা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যেতে পারেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর কার্যক্রমে যেন আরও প্রসার ঘটতে পারে, দেশের সর্বস্তরে আসক ফাউন্ডেশন কে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য আসক ফাউন্ডেশন এর সকল পর্যায়ের কমিটি এবং সকল সদস্যগণকে জনাব রকিব আল মাহমুদ সাহেব (অতিরিক্ত নির্বাহী পরিচালক), জনাব এস ইউ ফারুক সাহেব (পরিচালক প্রশাসন) এবং জনাব মোহাম্মদ মজিবুর রহমান সাহেব (সমন্বয়কারী) কে তাদের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নাজমুন নাহার
নির্বাহী পরিচালক
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
২ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স,
রুম নং : ৭৭ (৮ম তলা), ঢাকা-১০০০।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন