প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জে চাষাঢ়া টাউন হল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার উদ্বোধন

মাহমুদা আক্তার ইফা: নারায়ণগঞ্জে চাষাঢ়া টাউন হল প্রাঙ্গণে এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) শহরের চাষাঢ়া টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসন মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। প্রতিদিন লেখক সমাবেশ, লেখক আড্ডা ও লেখকদের সঙ্গে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে বইমেলায়। মেলা উদ্বোধনের সময় অতিথিরা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বাঙালি জাতির আবেগ, অনুভূতি, সংস্কৃতি, ঐতিহ্য, গৌরবদীপ্ত বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জাগরণের প্রতীক বইমেলা। বই জ্ঞানের জগতকে আলোকিত করে। বই মেলা তাই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাশ্চাত্য সংস্কৃতি ও প্রযুক্তির সমাজে ছোট বড় সবাইকে বইমুখী হতে হবে। দেশের সংস্কৃতি ও সাহিত্যের চর্চাও নিয়মিত করতে হবে। মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে বইয়ের নেশাকে আঁকড়ে ধরতে হবে। সপ্তাহজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন