প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মনোহরদী উপজেলা গুন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: নরসিংদী মনোহরদী গুন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার থেকে একুশের রেলী বের করা হয়। নরসিংদী মনোহরদী উপজেলা গুন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রথম শহীদ মিনার স্থাপন করে এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোর সাড়ে ছয়টায় পথ রেলী বের করা হয়। এতে উপস্থিত ছিলেন গুন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন আরো উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সারোয়ার সাহেব পিটিআই কমিটির সভাপতি মোঃ সোহাগ সরকার গুন্ডার দিয়া প্রাথমিক বিদ্যালয় এই প্রথম শহীদ মিনার স্থাপন করা হয় এতে স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষের মাঝে আনন্দ বিরাজ করে। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী পালন সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন