প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বানিয়াচংয়ে রাজাপুরে প্রতিপক্ষের হামলায় আহত ০৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরউরি ইউনিয়নে রাজাপুর গ্রামে রাজিয়া খাতুন(৫৫) নিজ বাড়ির পিছনে মাটি বরাট করছিলেন। কিছু মাটি পার্শ্ববর্তী আফসার উদ্দিন সীমানা পড়ে গিয়েছিল। আফসার উদ্দিন সীমানায় মাটি পড়লো কেন জিজ্ঞাসা করলে রাজিয়া বেগমের সাথে কথা কাটাকাটি হলে রাজিয়া বেগমে বাড়ির সীমানা পিলার আছে বলার পর ও আফসার উদ্দিন চাচতো ভাই মহিউদ্দিন, সামেলা বেগম,মনর উদ্দিন, জাহাঙ্গীর গনগ্ং পূর্ব শত্রুতা জের ধরে রাজিয়া বেগম ও পরিবারের উপর হামলা করে।গতকাল(২০ফেব্রুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহতরা হলেন: বানিয়াচং উপজেলার রাজাপুর গ্রামের নুরুল আমীনের স্ত্রী রাজিয়া খাতুন(৫৫),আব্দুল মছব্বির পুত্র সিরাজুল ইসলাম(৩৫),নুরুল আমীনের পুত্র সোহান মিয়া (১৮),সোহাগ মিয়া(১১)। এ সময় রাজিয়া খাতুন কে বাচাতে তাঁর পরিবারের লোকজন এগিয়ে আসলে তার উপরও এলোপাতাড়ি হামলা চালায় প্রতিপক্ষ প্রভাবশালী মহিউদ্দিন ও গন্যরা হামলায় রাজিয়া খাতুনসহ ০৫ জন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা অবস্থানরত চিকিৎসক ২জনকে গুরুতর অবস্থা দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রাজিয়া বেগম, সিরাজুল হক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভতি আছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন