প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকসহ দুই জন আটক

মোঃ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ– লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধায় মাদকসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নীলফামারী জেলাধীন, জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত্যু আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ রাজন (২৬) (সাধারণ সম্পাদক,জলঢাকা পৌর ছাত্রলীগ) ।ও তার সহযোগী জুয়েল হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকা থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয় থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল হাতিবান্ধা দিয়ে প্রায় মাদক সেবন আনা-নেওয়া করা হয়। এমন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ নিয়মিত তল্লাশিতে তাদের কাছে ৩ বোতল ফেনসিডিল পায়। পরে তাদের আটক করে থানায় আনা হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুইজনকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, যদি এ ধরনের ঘটনা সে করে থাকে তাহলে ছাত্রলীগ কোন দায়ভার নেবে না। সেই সাথে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন