প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ বেদীতে আসেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা বিচার বিভাগের পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশরে গান, একুশরে কবতিা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরতি হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বুধবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনসহ জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন