প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জে মাতৃভাষা দিবস পালিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের নিমহাটি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় বদলপুর ইউনিয়নের পাঁচ টি স্কুলের শিক্ষিকাবৃন্দের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এবং বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র /ছাএীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং বুধবার। সকালে প্রভাতফেরী শেষে শহীদ মিনারে শহীদের শ্রদ্ধা জানানো হয় ও শহীদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ছাএ/ছাএীদের মধ্যে মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, দেশান্তরবোধক গান,নৃত্য প্রতিযোগীতা,খেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষ বিজয়ী ১ম,২য় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র /ছাএীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য দীপালি রানী দাস, আজমিরীগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক রামকৃষ্ণ তালুকদার, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের ইউনিয়ন সুপারভাইজার ফুলতারা রানী দাস, শিক্ষিকা পলি দাশ,শিমুল রানী দাস, রিপা রানী দাস সহ উপস্থিত বিভিন্ন দর্শকবৃন্দ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন