খন্দকার সেলিম রেজা প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার। ঢাকা বিভাগ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদদের স্মরণে নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ,বাঙালি জাতীয়তাবাদ,মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার প্রতীক।ভাষা আন্দোলন ছিল বাংলার স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল,মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করেছে।একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে অন্তহীন প্রেরণার প্রতীক।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠুক।