প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদির মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ ২১ শে ফেব্রুয়ারী ২০২৪ বুধবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী সদর উপজেলা চিনিশপুর এস,এম মডেল স্কুলে ছাত্র ছাত্রী বৃন্দ। এস,ম মডেল স্কুলে সুমন মাষ্টার তত্বাবধানে স্কুলের ছাত্র ছাত্রী ও কোমল মতি শিশুদের নিয়ে নরসিংদী জেলা মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হন ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিয়ে ভাষা শহীদের রক্তের প্রাপ্য সম্মানটুকু যেন পান। শত শত ভাষা লোক আজ নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে উপস্থিত হন। সকাল ৭টার সময়ই নরসিংদী মোছলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি, চাকুরীজীবি, পেশাজীবি সংগঠন লোকজনের উপস্থিতিতে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন