প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস -২০২৪ উপলক্ষ্যে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

মোঃ সালাউদ্দিন:- ভাষা শহীদদের রক্ত বৃথা যায়নি”জব্বার, রফিক, বরকত ,সালাম” আমরা তোমাদের ভুলিনি, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। রক্তেভেজা অমর ২১শে ফেব্রুয়ারি।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানান আয়োজনে দিবসটি পালন করছে। সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে। খাগড়াছড়ি জেলা সহ সকল উপজেলায় দিবসটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন সহ ,বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন