রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃ মাদকের উৎপাতে স্কুল পড়ুয়া,কলেজ শিক্ষার্থীরাসহ যুব সমাজকে ধ্বংসের কারিগর মাদক। মাদক কে না বলুন এই শ্লোগানে পুলিশ প্রশাসন ও তৎপর।মাদক কে ধ্বংস করতে প্রতিশ্রুতিতে অঙ্গিকার বদ্ধপরিকরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী।তারই নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কঠিন থেকে কঠোরোতম দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে ইং ১৯/০২/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ)বেনু রায়, সঙ্গীয় কং/১২১৮ রিমন হোসেন পিপিএম এর সহায়তায় ঈশ্বরদী থানাধীন আরামবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক ব্যবসায়ী গোপালপুর গ্রামের রফিকুলের ছেলে শিহাবুল হাসান অরফে ইয়াবা শিহাবুল(২৭)।ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।