প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে আগুনে পুড়ে ঘরবাড়ি গরু-বাছুরসহ এক বৃদ্ধ মহিলা মৃত্যু

 মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে বৃদ্ধ মহিলাসহ তিনটি গরু দুটি পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র ভূস্মিভূত হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের সুবাদ বাজারের দক্ষিণ পাশে কলাকোপা মন্ডলপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, গ্রামের মৃত সমিরুদ্দিন ফকিরের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ছাত্তার ফকিরের ছেলে লাল মিয়া ১৯ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান সাড়ে বারোটার সময় একটি বৈদ্যুতিক বাল্ব বার্স্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ২টি গরু ও কাবাসী বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় অগ্নিকাণ্ড ৪টি ঘড় পুড়ে ছাইসহ ব্যাপক ক্ষতি হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন