প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আরএমপিতে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্‌স ব্যাডমিন্টন গ্রাউন্ডে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্‌স ব্যাডমিন্টন গ্রাউন্ডে আরএমপি’র উদ্যোগে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সিরিয়র গ্রুপে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী জুটি ২-১ সেটে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মো: নূর আলম সিদ্দিকী ও পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে এসআই নাদিম উদ্দীন ও কনস্টেবল আবু রায়হান জুটি ২-১ সেটে এসআই অমর কুমার সরদার ও কনস্টেবল সাব্বির হোসেন জুটিকে পরাজিত করে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও খেলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ কমিশনার দেহ ও মন সুস্থ্য রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার কথা বলেন।   অনুষ্ঠানে আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ প্রতিযোগিতা শুরু হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন