প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবাধিকার বিষয়ক বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন মোঃ আল আমিন ইসলাম ও তার সহযোগীরা

নিজস্ব প্রতিবেদন: নীলফামারী জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ২০০৩ সালে জমা, জমি, পারিবারিক কলহ, বাল্যবিবাহ প্রতিরোধ, গরিব অসহায়দের আইনি পরামর্শ ও সহোতা, সহ বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, ও তার সহযোগীরা। মোঃ মনিরুজ্জামান (মিলন) পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহিনুর ইসলাম (জীবন) মোঃ আব্দুল মালেক সহ জেলার চৌদ্দ জন সম্মানিত হলেন নীলফামারী জেলা কমিটি। এই সম্মান গোটা মানবাধিকার পরিবারের। এবং জেলার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ইসলাম বলেন আমরা গরীব অসহায়ের পাশে ছিলাম থাকবো এবং তাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমাদের দুয়ার খোলা যেকোনো সময় আইনি কোনো পরামর্শ, আইনি কোন সহতা, এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়, যে কোন জিনিস আমরা সহায়তা করে থাকি আমাদের কাছে আসলেই আমরা দিয়ে থাকবো। এবং আমাদের এই সংস্থা বাংলাদেশের সুনামের শহিতে ২৭ বছর ধরে সেবা দিয়ে আসতেছে সাধারণ মানুষদের। এবং আমাদের নির্বাহী পরিচালক নাজমুন্নাহার ম্যাডাম, ও নবনির্বাচিত অতি নির্বাহী পরিচালক জনাব মোঃ রাকিব আল মাহমুদ, জনাব মোঃ এস ইউ ফারুক, মুজিবুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির সকলকে নীলফামারী জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক ও দৈনিক কলম যোদ্ধা পরিবারের পক্ষ থেকে আগামীর জন্য শুভ কামনা রইলো সকলের জন্য। জয় হউক মানবতার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন