প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার আটক -১

 মোঃ মিনারুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে বিলুপ্ত প্রাণী প্রায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রবিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তক্ষকসহ লেবু মিয়া নামের এক ব্যক্তি কে আটক করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী সোমবার (১৯শে ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্বপাড়া এলাকায় মৃত শামসুল ফকিরের ছেলে লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা বেচা হচ্ছে৷ পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এসময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির ওজন অনুমান ২০০ গ্রাম এবং দৈর্ঘ্য ১১ ইঞ্চি । তক্ষকটির আনুমানিক মূল্য এক কোটি টাকা।তিনি আরও জানান, আটক লেবু মিয়াকে আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, তদন্ত ওসি সুকুর আলী, এস আই সুজল, ত্রিদীপ, শহিদুলসহ এ এস আইগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন