প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব শিশু: “সাদিয়া তাসনিম সুরমি”

মোঃ নাহিদ হাসান,স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ খ্রিঃ কাবিং (খ-বিভাগ বালিকা) দহকুলা গ্রামের সাদিয়া তাসনিম সুরমি কাব স্কাউটার। চরমোহনপুর সরকারি বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট হইতে উপজেলা উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব স্কাউটার নির্বাচিত হওয়ায় মেডেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা সুলতানা ও উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে ২৭৮ টি স্কুলের প্রায় সহোস্রাধিক শিক্ষক ও অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিরিন সুলতানা মেরী ও ইউনিট লিডার জনাব মোস্তাফিজুর রহমান এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং অত্র ইউনিটের কাবিং কার্যক্রম ও স্কাউরারদের সাফল্য কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন