প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস

ময়মনসিংহ প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও, আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছেন নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ময়মনসিংহ সিটির ২৫ নং ওয়ার্ডের সকলের প্রিয় মুখ মোঃ উমর ফারুক সাবাস ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানান তিনি। তাই প্রতিনিয়ত উঠান বৈঠক, ঘোরুয়া আলোচনা ও জনসংযোগ করছেন এলাকায় । ইতিমধ্যে  কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস  ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গনসংযোগ করছেন ও এলাকার সর্বস্তরের জনগণের কাছে ভোট ও দোয়া চাইছেন । তার সাথে ওয়ার্ডের বিভিন্ন স্তরের বয়স্ক মুরুব্বি, নারী, পুরুষ, এলাকার যুবক, ছেলেরা, মহল্লার নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারন মানুষ কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস এর  নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিচ্ছেন । এলাকাবাসীর  ইচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস নির্বাচিত হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকায় মাদক,জুয়া খেলা, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত হবে। ওয়ার্ডের জলবদ্ধতা নিরসন, রাস্তাঘাট পাকা করন, রাস্তায় লাইটের ব্যবস্থা, বেকারত্ব দূর করণ, নারীদের কর্মসংস্থানের সুযোগ, আধুনিক শিক্ষার ব্যবস্থা সহ ওয়ার্ড এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস। তিনি বলেন,আমি আমার এলাকার মানুষকে মনে প্রাণে ভালবাসি। তাদের ভালবাসা নিয়ে আমি আজ বেচেঁ আছি। তাই এলাকাবাসী  সবাই চাই আমি কাউন্সিলর পদে নির্বাচন করি। তাই নির্বাচনে অংশ গ্রহণ করছি। তিনি শতভাগ পাশ করবে বলে আশা ব্যাক্ত করেন। কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উমর ফারুক সাবাস ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের  সাধারণ মানুষদের কাছে ভোট  ও দোয়া চেয়েছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করার  আহ্বান দাবি ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন