প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজ ড, শহীদ শামসুজ্জোহা দিবসঃ

উজ্জ্বল কুমার সরকারঃ আজ ১৮ ফেব্রুয়ারি ড. শহীদ শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান গেটে রসায়ন বিভাগের শিক্ষক প্রক্টর অধ্যাপক ড. জোহা শহীদ হন। আগরতলা ষড়যন্ত্র মামলা এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে রাবির ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করে। এ সময় ছাত্রদের জীবন রক্ষায় তিনি পাকিস্তানী্ বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রাণ দেন। ড. জোহার আত্মদান চলমান গণআন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুথ্থানের। ড.শহীদ সামসুজ্জোহার প্রতি বিনম্র শ্রদ্ধা। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন