প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় জুয়েলার্স সমিতির নির্বাচনে হান্নান সভাপতি হিসেবে নির্বাচিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় জুয়েলার্স সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় দেলুয়াবাড়ী জুয়েলারী অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী বাজারে এই জুয়েলারী নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয় মো: হান্নান সোনার বিদ্যুৎ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শুরু করে রাত ৮টায় পর্যন্ত চলে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে মো: হান্নান সোনার বিদ্যুৎ-হাবিবা জুয়েলার্স, সহসভাপতি, মো: কামরুজ্জামান- মমতা জুয়েলার্স, সেক্রেটারী উত্তর কুমার- দেবী জুয়েলার্স।
জুয়েলারী নির্বাচনে প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মো: আনোয়ার হোসেন, সহকারী পিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, মো: বেলাল সোনার এবং শ্রী নন্দন সোনার।
পরে সবার মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন