প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ হে বিশ্ববাসী,সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোসাঃ নাজমুন নাহার হেনা,নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রকিব আল মাহমুদ, পরিচালক (প্রশিক্ষণ), আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ফেনী সমিতি হল রুম ট্রপিকানা টাওয়ার (৫ম তালা) ৪৫, তোপখানা রোড,ঢাকা -১০০০। বাস্তবায়নেঃ জাতিসংঘ (U.N) তালিকাভুক্ত গভঃ রেজিঃ নংঃ সসেঅ-৩৫৭৬।গভঃ রেজিঃ নংঃ সোসাইটি এ্যাক্ট-৯৪১৭ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার ছিলেন মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক পত্রিকা সন্ধাবাণী। সার্বিক সহযোগিতা মোঃ মুজিবুর রহমান, অফিস সহকারী,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। সৌজন্যেঃ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব।আরও উপস্থিত ছিলেন মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম,এ,সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা । মোঃ আল আমিন ইসলাম,বার্তা সম্পাদক,দৈনিক কলম যোদ্ধা পত্রিকা। এস,এম সুমন মিয়া, নিজস্ব প্রতিনিধি, দৈনিক কলম যোদ্ধা। মোঃ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক,মোঃ জাহেনুর ইসলাম জীবন, সহ সভাপতি,নীলফারামারী জেলা কমিটি। মোঃ লিমন মাদবর,মানবাধিকার কর্মী। মোহ পটু মিয়া,মানবাধিকার কর্মী বাংলাদেশ। এছাড়া আরও অনেক বিভাগীয়,  জেলা  ও উপজেলা মানবাধিকার কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন