প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ড কাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪

 মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশ কতৃক আয়োজিত চট্টগ্রাম বেঞ্চ ডিআইজি গোল্ড কাপ কাবাডি টুর্নামেন্ট ২০২৪ইং এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) মাননীয় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), চট্টগ্রাম রেঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল আহসান ফারুক রুমেন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা,কুমিল্লা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়। ফাইনাল ম্যাচে দেবিদ্বার সার্কেল দল এবং সদর সার্কেল দলের মধ্যকার খেলার পর চূড়ান্তভাবে সদর সার্কেল দল বিজয় লাভ করে এবং দেবিদ্বার সার্কেল দল রানার্স আপ হয়। খেলার শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন