প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন আলহাজ্ব আবু সাঈদ খাঁন

রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর উপজেলার ভাড়াড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ খাঁন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন।মানুষের ভালোবাসার দ্বারপ্রান্তে নিজেকে নিয়োজিত রেখেছেন।নিজ ইউনিয়ন থেকে মানুষের কথায় উদবুদ্ধ হয়ে অন্যান্য ইউনিয়ন বাসীর সাথে আলাপ আলোচনায় এগিয়ে এসেছেন সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য।সাধারণ মানুষের উন্নয়ন উন্নতি নিয়ে নিজেকে সার্বিকভাবে নিয়োজিত রেখেছেন ভাড়াড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ খাঁন।সাধারণ জনগনের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে এমনটাই মনে করছেন সদর উপজেলাবাসী।সমাজের দর্পনারায়ণ মানুষের সাথে সখ্যতা সৌহার্দ্য ভালোবাসায় পূর্ণতা প্রাপ্ত হয়েই উপজেলাকে স্মার্টে পরিপূর্ণ করার আশায় বুক বেঁধে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।ভোটারদের মাঝে জল্পনা কল্পনার ঝড় বইছে বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক কিন্তু কে টিকে থাকবে এটাই ভাবার ব্যাপার?সাধারণ জনগন আরো বলেন, আলহাজ্ব আবু সাঈদ খাঁন যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আমরাও চাই তার পক্ষেই ভোট করবো।কারণ তিনি মানুষকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করেন মানবতার চোখে তিনি সমাজের একজন দর্পণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন