প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অআর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) এর নতুন কমিটি ঘোষণা

মো লুৎফুর রহমান রাকিব: আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) ২০২৪-২০২৫ এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) এর প্রেসিডেন্ট এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (ইন্ডিয়া) এর জেনারেল সেক্রেটারী এ্যাড. ড. আদম শফি খান। বিশেষ অতিথি ছিলেন, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন (ইন্ডিয়া) এর অর্গানাইজিং সেক্রেটারী সুচন্দন মৃধা। অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেন, এ্যাড. ড. আদম শফি খান। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রেসিডেন্ট এটিএম মমতাজুল করিম, ভাইস-প্রেসিডেন্ট নজরুল বাঙ্গালী, এ্যাড. মোশারফ হোসেন, আব্দুল আহাদ নুর, এ্যাড. আব্দুল হক চাষী, জেনারেল সেক্রেটারী সালেহ আহম্মদ, জয়েন্ট সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান, এম. আজমল খান, জান্নাতুল ফেরদাউস, অর্গানাইজিং সেক্রেটারী আল -আমিন শাওন, ট্রেজারার মলয় নাথ, পাবলিসিটি সেক্রেটারী বকুল হোসেন হৃদয়, অফিস সেক্রেটারী মোঃ শামীম হোসেন, মেম্বার মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মঞ্জুর হোসেন ঈসা, এ্যাড. সালমা বেগম, আনোয়ার হোসেন অপু, আজরীন শারিফা, মামুন হাছান রুবেল, কাইয়ুম খান

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন