প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

শাল্লা উপজেলায় ১৬ প্রহর ব্যাপী পদাবলী কীরত্তন

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: শাল্লা উপজেলায় ৩ নং বাহাড়া ইউনিয়নপরিষদের অন্তর্গত শ্রী শ্রী সোমেশ্বরী প্রাঙ্গণে ১৬ প্রহর ব্যাপী পদাবলী কীর্ওন হয় পরিচালনায় শ্রীশ্রী সোমেশ্বরী মন্দির কমিটির (৫) পাচ গ্রাম এতে সভাপতি শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার সাধারন সম্পাদক অমর চাদ দাশের সঞ্চালনায় ০ ২/ ০৩ রা ফাল্গুন ১৪ /৩০ / বাংলা ১৫/১৬ /ই ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার ও শুু ক্র বার এতে গীতা পাঠ করেন সুধাংশুরঞ্জন দাশ শুভ অধিবাস করেন শাল্লা উপজেলায় বলরাম নিবাসি বেণু মাধব চৌধুরী শ্রী কৃষ্ণ মহন্ত সুখলাইন আখড়া দধি বাংগন কবেন বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিনাল কান্তি সরকার এতে উপস্থিত ছিলেন শ্রী শ্রী সোমেশ্বরী পাচ গ্রামের ভক্ত বিন্দ অমর চাঁদ দাসের সঙ্গে কথা হলে উনি বলেন আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী এই মন্দিরটি আজ থেকে প্রায় ২৫০ শত বছর পুর্বে প্রতিষ্ঠিত হয় তাই আমরা প্রাচীন নিয়ম অনুসারে কীর্তন করিতেছি এতে উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়নের সাবেক মেম্বার রঞ্জিত রায় কালি কুমার দাস কালি কৃষ্ণ দাস প্রাথমিকশিক্ষক সৈলেন ূ দাশ সুতলাল দাস গীরেশ দাস সুয্যলাল দাস নিতাই দাস রবিন্দ্র দাশ দীগেন্দ্র সরকার সামলাল রায় বাহাড়া সাবেক মেম্বার মহাদেব রায় কালিপদ দাশ সপন দাশ অনুজ রায় নির্ধন বৈষ্ণব গৌর চাঁদ দাস সজল দাশ পৃথেশ দাশ দিলীপ দাশ সত্য রায় মাখন লাল দাস ধীরেন্দ্র দাস শৈলেন দাশ কির্তন মহা যজ্ঞে উপস্থিত ছিলেন

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন