প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিগঞ্জের নূর-আলীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

তাজুল ইসলাম সাদ, বিশেষ প্রতিনিধি: বিভিন্ন আশ্বাস দিয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অনেক বেকার যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে কৃষ্ণনগরের মো: নূর আলীর বিরুদ্ধে। সে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অয়েজ উদ্দিন মোড়লের পুত্র, নূর আলী এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেই দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশলে সময় ক্ষেপণ করছে এবং ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে জানান ভুক্তভোগীরা । নূর আলীর প্রলোভনের জালে আটক যুবকদের একজন রঘুনাথপুর গ্রামের আব্দুল্লা গাজীর পুত্র আসাদুজ্জামান(টুকু)। সে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে নূর আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, টুকুর নিকট থেকে গত ২৮ নভেম্বর ২০২৩ সালে ২ মাসের মধ্য মালেশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ টাকা নেয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অযুহাতে সময় ক্ষেপণ করেছে এবং বিগত ৬ ফেব্রুয়ারী একটি জাল(নকল) ভিসার কাগজপত্র প্রদান করে। টুকু জাল ভিসার বিষয়টি বুঝতে পেরে নূর আলীর কাছে তার প্রদেয় টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে নূর আলী টুকু কে দ্রুত মালেশিয়া পাঠানোর কথা বলে আরও টাকা দাবী করে। আরেক ভুক্তভোগী আলমগীর বলেন ৪ মাস পূর্বে রাশিয়া পাঠানোর কথা বলে আমার নিকট থেকে নূর-আলী ২ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে এবং দুইবার আমাকে মালেশিয়া যাওয়ার জন্য ভিসার জাল(নকল) কাগজ দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নূর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এইচ আর এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশে গমনিচ্ছুদের সহযোগীতা করি। আমার বিরুদ্ধে জাল ভিসা বা কাগজ পত্র প্রদানের অভিযোগ সম্পূর্ণ মির্থ্যা। অভিযুক্তরা আমাকে সময় মত টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি। তবে ভুক্তভোগীরা জাল ভিসা এবং কাগজপত্র প্রদান কারী নূর আলীকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান ও তাদের প্রদেয় টাকা এবং কাগজ পত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন