প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। পরে বিকেলে ৪৪ টি ইভেন্টে বিজয়ী ১৩২ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা আখতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, হাবিবুর রহমান, কৃষ্ণা কাবেরী, নিলুফা ইয়াসমিন, আনোয়ারুল কবীর রতন, আরমানা জাহান সিদ্দিকা, উপজেলা স্কাউটস এর কমিশনার প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায় ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। প্রতিযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলায় অংশ নেয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।###

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন