প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জামালপুরে গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এর এরিয়া অফিসের শুভ উদ্ভোধন

 মোঃ ইয়াকুব হাসান: বিস্তারিত জামালপুরে গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এর এরিয়া অফিসের শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় জামালপুরে টাংগাইল বাইপাশ এলাকায় এরিয়া অফিস, আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোদন করেন গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের চীফ রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান। ডি আর এম আব্দুস সবুর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম এসভিপি গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ আর বি ডি এম সালাম আহম্মেদ। সে সময় কোম্পানি উন্নয়ন ও সেবার বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রধান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন