মোঃ নেওয়াজ মোর্শেদ নোমানের,জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২ দিনব্যাপী পিঠা উৎসব পাঁচমাথা বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী (পৌর পার্ক) উদ্যানে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৩ ও ১৪ই ফেব্রুয়ারী ২ দিনব্যাপী গ্রাম বাংলার নানান রকম বাহারী পিঠা ও ঐতিহ্যবাহী খাবারের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। রয়েছে বাউল আসর ও পালা পার্বণ। দূর-দূরান্তের দর্শনার্থীদের সমাগমে এ পিঠা উৎসব পরিণত হয়েছে মিলন মেলায়। এ উপলক্ষে ভোর হলো শিশু সংগঠন ও গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, জাতীয় রবীন্দ্রসম্মিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল হক বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার চঞ্চল প্রমুখ।উৎবের প্রথম দিন নাট্যচার্য সেলিম আল-দীন, দ্বিতীয় দিন আফসার আহমেদ ও কাজী সাঈদ হোসেন দুলালকে উৎসর্গ করে লালন আসর, বরণ অনুষ্ঠান, আলোচনা সভা ও যৈবতী কন্যার মন অবলম্বনে পালা নাটক অনুষ্ঠিত হবে। রচনা ও নির্দেশনা শাইখ সিদ্দিকী। পরিবেশনায় রয়েছে সারথি থিয়েটার গাইবান্ধা। এছাড়া জনপ্রিয় গাঁথা রুপবান অবলম্বনে পালা নাটক রূপবান কন্যার পরিবেশন করবে পাঁচবিবি থিয়েটারের শিল্পীবৃন্দ। শেষে পিঠা উৎসবের প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।