প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পিঠাপুলি উৎসব ফরিদপুর জেলা প্রশাসন চত্বর

ফরিদপুর প্রতিনিধিঃ ১৪ফেব্রুয়ারি ২০২৪। ফরিদপুর জেলার, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রাঙ্গণ গত ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার শীতের পিঠাপুলির উৎসব এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল কাদের আজাদ এম পি ও মাননীয় জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্য করেন জেলা প্রশাসক মহোদয়, প্রধান অতিথির বক্তব্যে জনাব এ কে আজাদ সাহেব বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে, প্রতিবছর যেনও এরকম পিঠাপুলির আয়োজন করা হয়। এতে করে নতুন প্রজন্মের বাংলা সংস্কৃতির প্রতি ভিন্ন রকম নতুন নতুন ধারণা জন্মাবে। তিনি আরো বলেন, ফরিদপুর জেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করেন। এবং প্রয়োজনীয় ধারণা দেন সেই সাথে ফরিদপুর শহরকে মাদক মুক্ত একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলার জন্য, সংশ্লিষ্ট সকলের কাছ থেকে দায়িত্বপূর্ণ মনোভাব আশা করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফরিদপুর পৌর এরিয়ার বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।সবশেষে মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে এই সুন্দর আয়োজন সমাপ্ত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন