প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: বগুড়া বগুড়ার সোনাতলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় শাহানা আকতার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচকুড়ি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানা আকতার দিগদাইর গ্রামে আব্দুল রহিমের মেয়ে। তিনি সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রীজের কাছে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে চাপা পড়ে শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান। এসময় তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন