প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়ার অনুষ্ঠান মঙ্গলবার  (১৩ ফেব্রুয়ারী) বিদ্যালয় দুপুরে বিদায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মুসাহিদুল রহমান। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ মাঈন উদ্দীন মাষ্টার। তিনি তার বক্তবে বলেন, আমি সব সময় দেখছি অতিথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়দের সম্মান দিতে জানে। আমি তাদের মঙ্গল কামনা করি। এই বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করবে এটা আমি বিশ্বাস করি। কারন এই বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল হয়ে কাজ করছে। যার ফলে এইবছরা অনেক ভালো ফলাফল করে তারা। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত জামে মসজিদের ইমাম মোঃ আলামীন। এ বছর উক্ত বিদ্যালয় থেকে ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন